ফেসবুক ব্যবহারের মাধ্যমে ডিজিটাল প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। আর এ ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। প্রথমে ফেসবুক আইডির মাধ্যমে তৈরি করা হয় প্রতারণার ফাঁদ। টার্গেট বিদেশী ও প্রবাসীরা। ফেসবুক আইডির মাধ্যমে প্রথমে তাদের বন্ধুত্ব তৈরি করা হয়। কয়েকমাসের মধ্যেই প্রেম ও বিয়ের প্রস্তাব। চলে ভিডিও লাইভ চ্যাটিং। পরে বিভিন্ন কৌশলে চাওয়া হয় টাকা। টাকা আসলেই সম্পর্ক শেষ। বন্ধ ফেসবুক ম্যাসেস্জারসজ সব যোগাযোগ। সম্প্রতি এমই এক অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
ভিডিওতে মোহাম্মদ রাফাত নামে এক বিদেশী অভিযোগ করেন, ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের সাভা রহমান নামে একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তার কাছে। প্রায় সময় ওই তরুণীর সাথে ভিডিও লাইভে কথা হতো তার। এক পর্যায়ে প্রেম ও বিয়ের প্রস্তাব। বিয়ের কথা বলে টাকা নেয়। কোর্ট ম্যারিজ ও জন্ম নিবন্ধনে মেয়েটি তার নাম দেয় রাখিমুন্নেছা। বাড়ি খুলনায়। এছাড়াও নানা কৌশলে তার কাছ থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকা নেয় বলে অভিযোগ করে রাফাত।
এছাড়াও এ চক্রটি বিভিন্ন ফেক আইডি খুলে সুন্দরী তরুণীদের ছবি দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। দ্রুত এ চক্রটিকে গ্রেফতারের দাবি জানায় প্রতারণার শিকার ওই যুবক।
এ ঘটনায় অভিযুক্ত ওই তরুণীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ হয় নি।