স্টাফ রিপোটার:নরসিংদীর জর্জ কোর্ট সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট ঈদগাহ মাঠে মেয়ের বিয়ে দিতে এসে গাড়িচাপায় মা নিহত হয়েছে। নিহতের নাম হালিমা বেগম (৪০)। মঙ্গল বার (২৫ আগষ্ট) এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানায়, একদল যুবক গাড়ি চালানো শিখতে গিয়ে মাঠের পাশে বসে থাকা হালিমা বেগমের ও তার বোনের উপর গাড়ি উঠিয়ে দেয় সাথে সাথেই ঘটনাস্থলেই হালিমা বেগম নিহত হয়।নিহত মহিলা নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের কোতালীচর এলাকার বিলপাড় গ্রামের আবু সিদ্দিকের স্ত্রী হালিমা বেগম।

দুপুর ১টার দিকে হালিমা ও তার ছোট বোন রত্না বেগম ঈদগাহ মাঠের এক কোণে বসে অপেক্ষা করছিল। এসময় তার সন্তান সুমি বেগমের কোর্ট ম্যারেজের জন্য বর হালিম ও তার পরিবারের লোকজন কোর্টে ছিলেন। কিন্তু এই অপেক্ষার ফাঁকে ঘটে যায় এক নির্মম ঘটনা। মাঠে কয়েকজন যুবক গাড়ি চালানো শিখতে গিয়ে হালিম ও তার বোন রত্না বেগমের উপর উঠিয়ে দেয় গাড়ি। চাকায় পৃষ্ট হয়ে হালিমা বেগম নিহত ও রত্না বেগম গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছে।

এদিকে ঘটনার সাথে সাথেই কিছু সংখ্যক লোক এসে গাড়ির চালক ও তার সহযোগিকে ছাড়িয়ে নিয়ে যায়। নিহত হালিমা বেগমের বোন এই হত্যা কান্ডের বিচার দাবী করেন।খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করেছেন পুলিশ। এই ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান পুলিশ।

এখানে কমেন্ট করুন: