স্টাফ রিপোটার:নরসিংদীর শিবপুর ভরতেরকান্দীতে ১০ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মৃত চেরাগ আলীর পুত্র মো. শহীদুল ইসলাম বকুল বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের পুত্র ফয়সাল(৩২)মৃত শাহাজাহান এর পুত্র মাজাহারুল(৪০)আজাহারুল(৩৮)মৃত আ: রহমানের পুত্র কাজল মিয়া(৪৭)মৃত শাহআলম এর পুত্র আশিক সহ ৪/৫ জন গত ২১ আগস্ট সকালে শহীদুল ইসলামের বাড়ীর সীমানায় পাকা বাউন্ডারী ওয়াল নির্মানের কাজ করিতে থাকে তাদের কাজে প্রবিবাদ করলে পরিবারের উপর হামলা চালিয়ে ৪ জনকে আহত করে ও দোকান ঘর ভাংচুর করে নগদ ২১ হাজর টাকা লুট করে নিয়ে যায়।

অভিযোগে শহীদুল ইসলাম বলেন ভরতেরকান্দী মৌজায় ১৫৭১ নং খতিয়ানে এসএ ৫৭৫ ও আরএস ৭৩১ দাগে ১০ শতাংশ জমি প্রৈত্রিকওয়ারিশ সুত্রে প্রাপ্ত হইয়া ঘর বাড়ী নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। স্থানীয় বাসিন্দারা বসত বাড়ীর রাস্তা বন্ধ করে জমিটি দখল করে নেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে অভিযুক্ত দের সাথে যোগাযোগ করলে তারা বলেন, এই জমি আমরা ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। কারো জমি দখল করি নাই।এ বিষয় নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘষের ঘটনা ঘটতে পারে। এবিষয়ে উর্দ্ধতন কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

এখানে কমেন্ট করুন: