মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
নরসিংদীতে জেলা মহিলা আ.লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আ.লীগের কেন্দ্রীয় সভানেত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাফিয়া খাতুন। তিনি বলেন বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

শনিবার বিকেলে নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সুমি সরকার ফাতেমার সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদিকা মাহমুদা বেগম কৃক, সহ-সভানেত্রী ও গ্রেনেড হামলায় আহত ইয়াসমিন হোসেন, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, আলেয়া পারভীন, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা ইয়াসমিন সুলতানা প্রমুখ।সভা শেষে নিহতদের আতœার মাকফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এখানে কমেন্ট করুন: