নরসিংদীর শহরের বানিয়াছল খালপাড় এলাকায় গত ৩০ আগস্ট রবিবার সকালে আমির হোসেন(৪২),পিতা মৃত-ফয়েজ উদ্দিন,সাং-ঘোড়াদিয়া, থানা ও জেলা-নরসিংদী সন্ত্রাসীর গুলিতে নিহত হয়।
নিহতের আত্মীয়-স্বজনের তথ্য মতে জানা যায় শাহিন নামে একজন মোবাইল ফোনে ডেকে নিয়ে আমির হোসেনকে গুলি করে।উক্ত তথ্যের ভিত্তিতে এসআই সৈয়দ রুহুল আমিন,নরসিংদী মডেল থানা ও এসআই তাপস কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর দুটো টিম তদন্তে নামে এবং ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী (১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির (৩৭),পিতা- খোরশেদ মোল্লা,সাং-রাজনগর,থানা- রায়পুরা,জেলা-নরসিংদী বর্তমানে খালপাড় নরসিংদীকে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পিস্তলসহ রায়পুরা থানাধীন রাজনগর গ্রাম হতে দুপুরে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুনের মামলা ১ টা,ডাকাতি মামলা ৪ টা,অস্ত্র মামলা ১ টাসহ মোট ৬ টা মামলার আসমী।পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য।তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সকালে হত্যার ঘটনা ঘটে।তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল।
আমির হোসেন হত্যাকান্ডে নরসিংদী মডেল থানার মামলা নং-৭০,তাং-৩০/০৮/২০২০খ্রিঃ,ধারা- ৩০২ পেনাল কোড রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত অফিসার এসআই সৈয়দ রুহুল আমিন।অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে। ধৃত আসামীঃ (১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭),পিতা-খোরশেদ মোল্লা, সাং-রাজনগর,থানা-রায়পুরা,জেলা-নরসিংদী,বর্তমান সাং-বানিয়াছল খালপাড়,থানা ও জেলা-নরসিংদী।
এখানে কমেন্ট করুন: