নরসিংদীতে দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন কলেজ শিক্ষক আলম হোসেন। তিনি নরসিংদী কমার্স কলেজের সাবেক প্রভাষক ছিলেন।
আলম হোসেন নামে এই কলেজ শিক্ষকের ফুসফুসে ছিদ্র ধরা পড়েছে। জরুরীভিত্তিতে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অনেকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসার জন্য সাহায্য-সহযোগিতা চেয়ে পোস্ট করা হলেও তেমনভাবে সাড়া পাওয়া যায় নি।
বিষয়টি নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুলের দৃষ্টিগোচর হলে ওই কলেজ শিক্ষকের সাথে যোগাযোগ করে সার্বিক খোজখবর নেন।
সেই সাথে শিক্ষক আলম হোসেনকে আশ্বস্ত করেন, তার সুচিকিৎসার জন্য মেয়রের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
শিক্ষক আলম হোসেন বলেন, আমাকে সহযোগিতা করার জন্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। কিন্তু তেমনভাবে সহযোগিতায় কেউ হাত বাড়ায় নি। আজ পৌর মেয়র কামরুল ভাই নিজে আমার খোজখবর নিয়েছেন। আমাকে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।