মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :
নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। মেসার্স মোবারক ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. মোবারক হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ বিচারিক আদালতে এ মামলাটি করেন।
মামলা নং সি আর ৭৭১/২০২০। মামলার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার টান বাজার এলাকার মেসার্স মোবারক ট্রেডার্সের সাথে নরসিংদী জেলার বানিয়াছল নিবাসী সুইডেন প্লাজার মালিক বিশিষ্ট শিল্পপতি, নরসিংদী জেলা আ. লীগের কার্যকরী কমিটির সদস্য আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর দীর্ঘ দিন যাবৎ ব্যবসা করে আসছে।
চলতি বছরের ২৬ জানুয়ারি আতাউর রহমান ব্যবসার পাওনা বাবদ মেসার্স মোবারক ট্রেডার্সকে আটত্রিশ লক্ষ টাকার ইসলামী ব্যাংক মাধবদী শাখার একটি চেক ইস্যু করেন। নিজ স্বাক্ষরিত চেক যার নং ওইও ২৫৩৩৬৩২, যা ১৩/০৭/২০২০ ইং চেকটি ডিজঅনার হয়।পরে মামলার বাদী ২৬ জুলাই বিবাদীকে তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান।
পরে বিবাদী ১০ আগষ্ট লিগ্যাল নোটিশের জবাব দেয়। এরই ধারাবাহিকতায় মেসার্স মোবারক ট্রেডার্সের স্বত্বাধিকারী মোবারক হোসেন নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ বিচারিক আদালতে ১৩৮ ধারা মোতাবেক চেক ডিজঅনার মামলটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদী আতাউর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন এবং স্বশরীরে উপস্থিত হয়ে মামলার জবাব দিতে নির্দেশ দেন।
ইতি পূর্বে এই নেতা রাষ্ট্রীয় ব্যাংক সোনালী ব্যাংকের দায়ের করা স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণা মামলায় নরসিংদীর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর জেল খেটেছেন। তার বিরুদ্ধে শতকোটি টাকার মোল্লা স্পিনিং মিল অবৈধ দখলের রাখার মামলায়ও জেলে ছিলেন তিনি।