স্টাফ রিপোটার:অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।এতে নৌকা প্রতীকের প্রার্থী মমিনুর রহমান (আপেল) পেয়েছেন ৭৫০৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৪৭৪৯ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী ইবনে আদেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করিমপুর ইউনিয়ন পরিষদের এই উপ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৮,৭৫০ জন। নির্বাচনে মোট ১২,৫৪১ জন ভোটার ভোট প্রদান করেন।এমন সুষ্ঠু নির্বাচনে বিএনপির লজ্জাজনক ভরাডুবি হয়। উপনির্বাচনে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মোট কাষ্টিং ভোটের ০.৯৮% ভোট পেয়ে লজ্জার রেকর্ড করলেন বিএনপির প্রার্থী।
এক সময়ের বিএনপির ঘাটি করিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন পরাজয়ে চরম লজ্জায় পরেন বিএনপি নেতাকর্মীরা।এ বিষয়ে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সরকারি মদদপুষ্ট হয়ে আওয়ামিলীগের ভয় ভীতি প্রদর্শনের কারনে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে ভূমিকা রাখতে পারেনি।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থানীয় বিএনপি কর্মীদের কেউ কেউ অভিযোগ করেন প্রার্থী বাছাইয়ে করিমপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মতামত কে উপেক্ষা করে এবং সদর উপজেলা বিএনপির পরামর্শ না নিয়ে এক সময়ের ফুটবল খেলোয়াড়, কোন রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্বেও চিহ্নিত একটি সিন্ডিকেট চক্র জেলা বিএনপির সভাপতি, দলের ভিতর নেতা খায়রুল কবির খোকনকে প্রভাবিত করে নমিনেশন এ ভূমিকা রেখেছিলো, করিমপুর ইউনিয়ন নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে নমিনেশন দেয়ায় নির্বাচনে ভরাডুবির অন্যতম বড় কারণ মনে করছেন অনেক বিএনপি সমর্থক।
এই চক্র নমিনেশন দিয়ে নিজেদের দলের নীতিনির্ধারক জাহির করেছে ঠিকই কিন্তু সুষ্ঠু পরিবেশ থাকা সত্বেও দলীয় প্রার্থীর পক্ষে কোন মিটিং, মিছিল প্রচারণায় অংশ নেয় নি।নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, এই সিন্ডিকেট শুধু নমিনেশন নয়, দলের সকল ক্ষেত্রে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে প্রভাবিত করে বার বার ভুল সিদ্ধান্ত দিচ্ছেন।
অভিযোগ আছে সিন্ডিকেট যুবদল, ছাত্রদল এমনকি বিএনপির কমিটিতেও হস্তক্ষেপ করে নিজেদের চক্রের নাম (মাই ম্যান) অন্তর্ভুক্ত করতে খায়রুল কবির খোকন কে ভুল পথে প্রভাবিত করে থাকেন।গুঞ্জন শুনা যাচ্ছে, এই চক্র নরসিংদী সদর উপজেলা যুবদল, পৌর যুবদল, মাদবধী যুবদলের কমিটি গঠনে ব্যক্তি স্বার্থ হাছিলের উদ্দেশ্য নেতাকে প্রভাবিত করে দলের ভিতর এক বৃশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছেন যার কারনে নরসিংদী যুবদলের নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। এতে যুবদলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এক বিএনপি কর্মী বলেন,সব শেষ হয়ে যাওয়ার আগেই খুঁজে বের করা দরকার সেইসব সিন্ডিকেট বেঈমানদেরকে, যারা কর্মীবান্ধব খোকনকে দিন দিন একা করে দিচ্ছে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়