মো. হৃদয় খান: নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগকে বাঁচাতে বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লার পরিবর্তন চান তৃণমূল নেতাকর্মীরা। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ খান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল।
শিবপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রয়াত নেতা ও মন্ত্রী আবদুল মান্নান ভূইয়ার অনুসারীদের হাত ধরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন সিরাজুল ইসলাম মোল্লা। নির্বাচিত হওয়ার পর স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা স্থানীয় উন্নয়নে কোনো নজর দেননি। উপজেলা সদরসহ গ্রামগঞ্জের রাস্তাঘাটের বেহাল দশায় জনগণের দুর্ভোগ চরমে উঠেছে।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ খান জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হওয়ার পর সিরাজুল ইসলাম মোল্লা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করে। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বর্তমান স্বতন্ত্র এমপিকে নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল বলেন, ১৩ সেপ্টেম্বর বর্তমান এমপি সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিতিতে উপজেলা মাসিক সমন্বয় পরিষদের সভা বর্জন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বিগত দিনগুলোতে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন বরাদ্দ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে না দেওয়ায় চেয়ারম্যানরা বিক্ষুব্ধ হয়ে আছেন। সংসদ সদস্য তার নিজস্ব লোকদের দিয়ে এসব বরাদ্দ খরচ করছেন।