মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ স্লোাগান নিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট,নরসিংদীতে পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি নরসিংদী সদর আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম হিরু। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে নরসিংদী সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নরসিংদী অতিরিক্তি জেলা প্রশাসক কাউছার আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদরের এমপি নজরুল ইসলাম হিরু।সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিয়ামুল হক সাগর,অধ্যক্ষ(উপ-নিবন্ধক) আঞ্চলিক সমবায় প্রশিক্ষণের আশরাফুল ইসলাম, নরসিংদীর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম রিপন,হাবিবুর রহমান,আফতাব উদ্দিন ভূইয়া,কফিল উদ্দিন বাচ্চু,সমবায় ব্যাংকের পরিচালক,উপজেলা সমবায় অফিসার শাহাদাতুল হক(পাবেল) সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেডের সহ সকল সমবায় সমিতির নেতা কর্মী ও সমবায় সমিতির সদস্যরা।

প্রধান অতিথি বলেন নরসিংদী জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই কিন্তু কিছুলোক আমাকে ভূল বুঝছে আমি না কি লোকমান হত্যার কারী খুনিদের সাথে মিটিং করছি। আসলে তা না আমি বক্তব্য দেওয়ার সময় আমার পিছনে কে বা কারা দারিয়ে ছবি তুলছে তা আমার জানা নেই । লোকমান হত্যা কেন, যে কোন লোকের হত্যার আইনের মাধ্যমে বিচার হতে হবে।

সমবায় সমিতির কথায় বলতে গিয়ে তিনি বলেন ইতি পূর্বে নরসিংদী জেলায় ৮০৩ জনকে ১ হাজার টাকা করে অনুধান দেয় সমিতি কিন্তু ৯০ শতাংশ লোক নুরালাপুর ইউনিয়নের আর যাদের নাম পাওয়া গেছে ৯৩ শতাংশ লোক মৃত তা হলে মৃত ব্যাক্তি কি ভাবে অনুধান পেল তার বিচার হতে হবে।

সোনার বাংলা র্মাকেটের প্রতি দোকান থেকে ২ হাজার টাকা করে নিলে প্রতিমাসে ২০ লক্ষ টাকা উঠে এ টাকা প্রভাবশালীরা লোটে পোটে খাচ্ছে আমি তা হতে দিবনা। সকলকে সততার সাথে কাজ করার আহব্বান জানান তিনি।

এখানে কমেন্ট করুন: