মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :
নরসিংদীর প্রয়াত মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গত ৮ নভেম্বর রবিবার দুপুরে নরসিংদী সরকারী কলেজ অর্নাস ভবনের পাশে খোলা মাঠে আলোচনা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।
নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূঞা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভূঞা টিপু, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখা আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঞা, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক খলিল বাবু, নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু,শহর শ্রমিক লীগের সভাপতি খন্দকার পাভেজ,সভা সঞ্চালনায় ছিলেন, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বির হোসেন অতুল।
এছাড়াও নরসিংদী জেলা/উপজেলা/শহর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন শহীদ জনবন্ধু সাবেক পৌর মেয়র লোকমান হোসেনকে বাসা থেকে ডেকে র্পাটি অফিসে নিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসীরা আজ ৯বছর অতিবাহিত হলেও এখনো কোন বিচার হলোনা তারা আজ প্রকাশ্যে সদর আসনের সাংসদের সাথে মিটিং মিছিল করছে তা দেখে আমাদের হৃদয়ের রক্ত ক্ষরন হয়।নরসিংদীর মানুষ তা কোন দিন ভূলবেনা তাদের ক্ষমা করবে না। আশা করি আদালত হত্যা কারীদের সর্বউচ্চ সাজা দিবে।অন্যায় করে কেউ পার পাবেনা আল্লাহ তাদের বিচার করবেন। দোয়া আলাচনা শেষে শত শত লোাক গনভোজে অংশ গ্রহন করে।