নরসিংদীর শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লার দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিবপুর উপজেলা আওয়ামীলীগ। প্রকাশিত সংবাদটিতে স্বতন্ত্র এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা উল্লেখ করেছেন যে, আমি আওয়ামীলীগের নেতা কর্মীকে নিয়ে কাজ করে চলেছি, আওয়ামীলীগের সকল নেতাকর্মী আমার সাথে আছে, উল্লেখিত তথ্যগুলো সম্পন্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরা।

শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খাঁন বলেন, তিনি স্বতন্ত্র ভাবে জামাত বিএনপির ভোটে এমপি নির্বাচিত হয়ে গত সাড়ে চার বছরেও আওয়ামীলীগের সাথে কোন প্রকার সম্পর্ক রাখেনি, আওয়ামীলীগের কোন সভায় উপস্থি হননি, কোন উন্নয়ন কর্মকান্ডে আওয়ামীলীগের সাথে সমন্বয় ও করেনি। যারা মনে প্রাণে আওয়ামীলীগে বিশ্বাস করে না সেইসব তথাকথিত কিছু যুবলীগ ও বিএনপি নেতাদের সাথে নিয়ে সকল কর্মকান্ড চালিয়েছেন তিনি।

অপরদিকে গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এমপির উপস্থিতির কারনে ইউপি চেয়ারম্যানগন সভা বর্জন করায় তিনি চেয়ারম্যানদেরকে বিএনপি পন্থী হিসেবে দাবী করে পত্রিকায় প্রকাশ করেন, যাহা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে উপজেলার ৯ জন চেয়ারম্যানের মধ্যে ৬ জনই আওয়ামীলীগ মনোনীত নির্বাচিত চেয়ারম্যান। আর এমপির উন্নয়ন কর্মকান্ডে চেয়ারম্যানদের সাথে সমন্বয় না করায় চেয়ারম্যানগন সভা বর্জন করেন। ২০১৪ সালের নির্বাচনে নৌকাকে চ্যালেঞ্জ করে জামাত বিএনপির ভোটে বিজয়ী হয়ে তিনি গর্ববোধ করেন, তারপরও তিনি কি ভাবে নৌকার মনোনয়ন পাওয়ার আশা করেন, এটি উপজেলা আওয়ামীলীগের বোধগম্য নয়।

নরসিংদী-৩, শিবপুরের সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন বলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খানের নেতৃত্বে আমরা আওয়ামীলীগকে সু-সংগঠিত করেছি। অনেক ঝড় বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে দিন রাত্রী পরিশ্রম করছি আমরা, যিনি গত নির্বাচনের সময় নৌকার তলি ফুটা করার জন্য বক্তব্য রাখতেন সেই ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদী হয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন সিরাজুল ইসলাম মোল্লা, এটা আমার বোধগম্য নয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূইয়াসহ শিবপুর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ। পরে বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা ও সিরাজুল ইসলাম মোল্লার মনগড়া বক্তব্যকে প্রত্যাখান করে সংবাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *