মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :
গত ২৬ নভেম্বর নরসিংদী জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পুর্ন হয়েছে। সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিলেন ৪৮৫ জন। ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার ভোট গণনা শেষে রাত ১০ টায় আনন্দ গন পরিবেশে ফলাফল ঘোষনা করা হয়। সর্বোচ্চ ভোট পেয়ে এড. আবদুল বাছেদ ভূঁঞা ২৫৭ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান সভাপতি এড. মোঃ মিজানুর রহমান নাজির (আরমান) পেয়েছে ১২৪ ভোট এবং এড. মনসুরুল ইসলাম ভূঁঞা পেয়েছে ৯৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান সম্পাদক এড. খন্দকার আতাউর রহমান পেয়েছে ১৭৭ ভোট।

সহ সম্পাদক পদে এড. রাজিয়া সুলতানা জুপি ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তাঁর প্রতিদ্বন্দী এড. মোহাম্মদ মাইন উদ্দিন অপু ২২৮ ভোট পেয়েছে।

কোষাধ্যক্ষ পদে এড. মোহাম্মদ শিহাব উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তাঁর প্রতিদ্বন্দী এড. মোঃ ফারুক মিয়া ১৩৯ ভোট এবং এড. বিলকিস আক্তার ৮৬ ভোট পেয়েছে। নরসিংদী আইনজীবী সমিতির -২০২১ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক পিপি এড. এম এ হান্নান ভূঁঞা, সহকারী নির্বাচন কমিশনার এড. মোঃ শাহজাহান ও এড. মোঃ হাবিবুল্লাহ শিকদার।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি এড. মোঃ আলমগীর হোসেন, লাইব্রেরী সম্পাদক এড. শেখ মোঃ নূরুল উল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এড. মমতাজ বেগম। কার্যকরী কমিটির সদস্য এড. এ কে এম মনিরুল ইসলাম, এড. ফয়সাল আহমেদ, এড. মামুন উর রশিদ ও এড. আবদুল্লাহ আল মাসুদ।

এখানে কমেন্ট করুন: