স্টাফ রিপোটার:নরসিংদীতে বেতন বৈষম্য নিরসনসহ চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনেও কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ৬টি উপজেলায় একযোগে পৃথকভাবে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন এর ব্যানারে জেলার ছয়টি উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা টিকাদানসহ স্বাস্থ্যসেবা বন্ধ রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নেতারা বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশ যতটি পুরষ্কার পেয়েছেন তা একমাত্র স্বাস্থ্য কর্মীদের অবদান।
তারপরও সরকারের অন্যান্য সকল কর্মচারীর তুলনায় আমরা নানান বৈষম্যের স্বীকার। শিশু স্বাস্থ্য ও মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করার পরও তৃণমূল স্বাস্থ্য সহকারীদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি এখনও। ন্যায্য দাবি আদায়ের দাবিতে জেলার ৬ টি উপজেলায় কর্মরত ৩৮০ জন স্বাস্থ্য সহকারী ঐক্যবদ্ধ হয়ে এই কর্মবিরতি পালন করছেন।
স্বাস্থ্য সহকারীদের চার দফা দাবিগুলো হলো- “নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১১, ১২ ও ১৩ তম গ্রেডে উন্নীতকরণ।”