মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী : নরসিংদী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হতে নরসিংদী শহর তৃনমূল আওয়ামীলীগের কাউন্সিলরদের সমর্থন পেলেন বর্তমান পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বাছাই করতে বুধবার (৯ ডিসেম্বর) শহর আওয়ামীলীগের এক বর্ধিত সভা নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। বর্ধিত সভায় সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে বর্তমান মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দী ভোট পেয়েছেন নরসিংদী শহর আ.লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু ০৬,শহর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান (জামান) ০৪, নরসিংদী জেলা আ.লীগের সদস্য মোন্তাজউদ্দিন ভূঁইয়া ০৩, নরসিংদী পৌরসভার কাউন্সিলর রিপন সরকার ০২, সাবেক জিএস এস. এম কাইয়ুম সরকার ০২।
এ সভায় মোট ৮২ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। এ তালিকার উপর ভিত্তি করে নিয়ম অনুযায়ী, গঠনতন্ত্র মোতাবেক নরসিংদী পৌরসভার নির্বাচনে দলীয় প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্দে নরসিংদী জেলা আ.লীগের পক্ষ্য থেকে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন তারা।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়