মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :
নরসিংদীতে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষক মতবিসিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার(২২ডিসেম্বর)বিকালে নরসিংদী জেলা মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি রেখা বেগমের বাড়ীতে সভা অনুষ্ঠি হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২৪ নং মহিলা আসনের এমপি প্রয়াত মেয়র লোকমান হোসেনের সহধর্র্মীনি তামান্না নুসরাত বুবলি। বিশেষ আতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রয়াত মেয়র লোকমান হোসেনের মা মাজেদা বেগম,বোন রুবি নেওয়াজ, জেলা মহিলা লীগের সিনিয়র সহ সভাপতি রেখা বেগম,শহর ছাত্র লীগের সদস্য নাছরিন ইসলাম(সবুজ)জেলা ছাত্র লীগের সদস্য চান্নাহুখ ওফা সহ নেতা কর্মিরা।
সভায় বর্তমান সরকারের উন্নয় কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আগামীদিনে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়