মো. হৃদয় খান: নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল।
আজ সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মেয়র প্রার্থী মোঃ কামরুজ্জামান কামরুল
মোঃ কামরুজ্জামান কামরুল নরসিংদী পৌরসভার প্রয়াত জনপ্রিয় মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের স্নেহধন্য ছোট ভাই। তিনি নরসিংদী পৌরসভায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দুইবারের নির্বাচিত মেয়র এবং নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সহ সম্পাদক ও নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।