ইমদাদুল হক শান্ত, স্টাফ রিপোর্টার: সেবামূলক সংগঠন ‘নরসিংদী মানবসেবা সংগঠন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নরসিংদী সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাকে প্রধান উপদেষ্টা ও সিটি হসপিটালের পরিচালক রায়হান উদ্দিন মোল্লা সুমনকে সভাপতি এবং নিউজ সময়ের সম্পাদক মোঃ হৃদয় খানকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে নরসিংদী মানবসেবা সংগঠনের কার্যালয়ে এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নরসিংদী মানবসেবা সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন মোল্লা সুমন জানায়, এটি একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সেচ্ছায় রক্তদান, দরিদ্র ও অসহায়দের পাশে দাড়ানো, বিনামূল্যে ব্লাড গ্রুপিং, সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন এবং অসহায় রোগীদের সাহায্য করাসহ বিভিন্ন সেবামূলক কাজ করার চেষ্টা করবো।
নরসিংদী মানবসেবা সংগঠনের ফেসবুক গ্রুপ লিংক: https://facebook.com/groups/2013583015560206
কার্যনির্বাহী কমিটি:
প্রধান উপদেষ্টা : ড.মশিউর রহমান মৃধা
সভাপতি:রায়হান উদ্দিন মোল্লা সুমন
সহ: সভাপতি :ফিরোজ আল মামুন
সহ:সভাপতি:ইঞ্জি:মো:নুরে আলম মুরাদ
সাধারণ সম্পাদক:মো:হৃদয় খান
যুগ্ন সাধারন সম্পাদকঃ মেহেদী হাসান ফারুক
যুগ্ন সাধারন সম্পাদকঃ হাবিবুর রহমান মোল্লা
যুগ্ন সাধারন সম্পাদকঃ রাসেল আহমেদ সাজন
সাংগঠনিক সম্পাদকঃ শরিফুল ইসলাম
সাংগঠনিক সম্পাদকঃ ইমাম হোসেন
অর্থ বিষয়ক সম্পাদকঃ মোঃসেলিম মোল্লা
সহ অর্থ বিষয়ক সম্পাদকঃ অর্জুন চন্দ্র দাস
আইন বিষয়ক সম্পাদকঃ এড:আজিজুল হক রানা
সহ আইন বিষয়ক সম্পাদকঃএড:শেখ শাকিল
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: দেবাশীষ দে
সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদকঃরোকন ঊদ্দীন
রক্তদান বিষয়ক সম্পাদকঃমো:সোহাগ মিয়া
সহ রক্তদান বিষয়ক সম্পাদকঃমো:শিমুল প্রধান
দপ্তর সম্পাদকঃ তৌহিদ ফকির সোহাগ
উপ দপ্তর সম্পাদকঃ মিঠুন বিশ্বাস
ত্রান বিষয়ক সম্পাদকঃ আল আমিন মিয়া তানভীর
সহ ত্রান বিষয়ক সম্পাদকঃ নাসির উদ্দিন
মানবাধিকার বিষয়ক সম্পাদকঃ জুয়েল প্রধান
সহ মানবাধিকার বিষয়ক সম্পাদকঃ সাখাওয়াত মোল্লা
মহিলা বিষয়ক সম্পাদকঃ আছিয়া সুলতানা (প্রধান শিক্ষিকা)
পরিবেশ বিষয়ক সম্পাদকঃ শেখ সুয়েম
সহ পরিবেশ বিষয়ক সম্পাদকঃ সোহরাব সরকার
প্রচার সম্পাদকঃ তুহিন
উপ প্রচার সম্পাদকঃ রুবেল ইসলাম
উপ প্রচার সম্পাদকঃ মেহেদী হাসান মুরাদ
ছাত্র বিষয়ক সম্পাদকঃ মিজানুর রহমান সোহাগ
সহ ছাত্র বিষয়ক সম্পাদকঃ উজ্জল সরকার কাবিল
সদস্য :
১।বিল্লাল হোসেন রনি
২।জুবেল মির্জা
৩।রাসেল
৪।হাসান
৫।মাসুম মিয়া
৬।হিরা
৭।ফয়সাল মিয়া
৮।খোরশেদ অালম
৯।রিমন প্রধান
১০।মো:শুভ
১১।আলহাম ভূইয়া
১২।তানভীর
১৩।আজিজুল
১৪।আরিফ খান