মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী: আগামী ১৪ ফেব্রুয়ারী নরসিংদী পৌরসভা নির্বাচনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পৌরসভা গড়তে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে ক্লিন ইমেজের অধিকারী, সাদা মনের মানুষ আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন বাচ্চুকে নৌকায় ভোট দিন, ডিজিটাল পৌরসভা বির্নিমানে ও পৌরসভার রুপরেখা পরিবর্তনে শেখ হাসিনার মার্কা উন্নয়নের মার্কা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
নরসিংদী পৌরসভাকে একটি বাসযোগ্য নগরীতে ররুপান্তরিত করতে নৌকায় ভোট দিন এ কথাগুলো (৩ ফেব্রুয়ারী)বুধবার ১নং ওয়ার্ডে নরসিংদী কোর্ট প্রাঙ্গনে নৌকার গণসংযোগ শেষে এই কথা গুলো বলেন শহর আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদীর পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল। তিনি বলেন এলাকার উন্নয়নের স্বার্থে মেহনতী মানুষের বন্ধু, ক্লিন ইমেজের অধিকারী, আমজাদ হোসেন বাচ্চুর নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে আপনারা মনে রাখবেন ভিশন ৪২ বাস্তবায়নে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নরসিংদী শহর গড়তে, সকলকে নিজ নিজ দ্বায়িত্বে নৌকা প্রতিক আমজাদ হোসেন বাচ্চু হতে হবে তাহলেই সফলতা আসবে।
তবে জামাত বিএনপির ও বিদ্রোহী প্রার্থী থেকে সাবধান থাকতে হবে, যেন ভোট চুরি করতে না পারে প্রতিটি কেন্দ্রে আমাদের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত থেকে ভোট পাহাড়া দিতে হবে। ভোট গুনে রেজাল্ট নিয়ে সবাই ডিসির অফিসে উপস্থিত থাকতে হবে, তাহলেই বিজয় নিশ্চিত হবে। গণসংযোগে অংশ গ্রহন করেন নৌকা আ.লীগের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী আ.জীবী সমিতির সাবেক সভাপতি এড. মিজানুর রহমান নাজির(আরমান)সাবেক সাধারন সম্পাদক(জিপি)এড. তারেক মোহাম্মদ লুৎফুর রহমান, এড.জামান,এড. আসাদ আলী,এড আসাদুজ্জামান,নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শফিকুল ইসলাম(মতি) সহ শত শত আইন জীবী ও নেতাকর্মীরা।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়