মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদীর পলাশে নির্মাণাধীন পলাশ ঘোড়াশাল ফার্টিলাইজার প্রজেক্ট থেকে নিলাম হওয়া গাছের সঙ্গে লোহার পাইপ পাচারের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।বুধবার(২৪ ফেব্রুয়ারি) বিকেলে সার কারখানার কলোনি থেকে ট্রাক্টর ভরে এসব লোহার পাইপ পাচারকালে সোহাগ ও সোহরাব নামে দুজনকে আটক করে পলাশ থানা পুলিশ।
তারা পলাশ ট্রেডিং এজেন্সি নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্বাবধানে নিলাম হওয়া গাছ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলো। পলাশ-ঘোড়াশাল ফার্টিলাইজার প্রজেক্টের নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সার কারখানার কলোনির পাশে নিলাম হওয়া প্রায় চার শতাধিক গাছ সংগ্রহের কাজ করছে।প্রতিদিন তাদের আট থেকে ১০টি ট্রাক্টর এসব গাছ সংগ্রহের কাজে নিয়োজিত।
বিকেলে একটি ট্রাক্টর করে গাছের সঙ্গে ২০ থেকে ৩০ কেজি ওজনের কয়েকটি মোটা লোহার পাইপ পাচারের সময় ট্রাক্টরের চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।এসব লোহার পাই সার কারখানার কলোনির পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. জুলহাস মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নিলামে গাছগুলো কিনে তা বেপারিদের কাছে বিক্রি করা হয়েছে। এসব গাছ তাদের লোক সংগ্রহের কাজ করছে। এতে তার কোনও সংশ্লিষ্টতা নেই।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত ) মো. হুমায়ুন কবির জানান, মালামালসহ ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়