মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী : নরসিংদীতে ছিনতাই মামলার ওয়ারেন্ডের আসামীরা প্রকাশ্যে ঘোরা ফেরা করলেও গ্রেফতার করছেনা পুলিশ। মামলার বাদী পক্ষের আইন জীবি আসাদ আলী ও বাদী জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের জেলা শহরের জনবহুল ভেলানগর মাক্রোস্টেন্ড এলাকায় গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ছিনতায়ের ঘটনাটি ঘটে।নরসিংদী শহরের বিভিন্ন এলাকার ৭/৮ জনের একটি ছিনতাইকারী দল পুর্ব পরিকল্পিত ভাবে আচমকা ৩/৪টি হোন্ডা যোগে ঘটনাস্থলে পৌছে চাকরিজীবি খন্দকার মাইনুল আজাদের হোন্ডাটি বেড়িকেট দিয়ে গতিরোধ করে।
এ সময় সন্ত্রাসী ছিনতাইকারী চক্র চাকরিজীবি মাইনুলের নিকট থেকে নগদ টাকা,মোবাইল ও মালামাল ছিনিয়ে নেয়ার সময় বাধাঁ দেয়ার চেষ্টা করলে সড়কের উপরেই তার উপর এলোপাথারী হামলা করে গলায় রশি লাগিয়ে হত্যা করার চেষ্টা করে।এ সময় তার আর্ত-চিৎকারে পথচারী লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থাায় উদ্ধার শেষে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনা চলাকাালীন সময়ে ছিনতাইকারীরা ছিনতাইকৃত মালা-মাল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় আহত চাকরী জীবি কিছুটা সুস্থ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে ছিনতাইকারী বাসাইল এলাকর দেলুয়ার খন্দকারের পুত্র লিটন খন্দকার,এম এ হোসেনের পুত্র জাহিদ আল হাসান (পাভেল),রাজু মোল্লার পুত্র হৃদয় মোল্লা ও মিজান মোল্লা,রফিকুল ইসলামের পুত্র ইসমাইল হোসেন রবিন,বিলাসদী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র আর এ লাায়ন সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
যাহা নরসিংদী সি আর মামলা নং ২১৩/২১ ইং। বিচারক মামলাটি আমলে নিয়ে ছিনতায়কারী ৬ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ডের আদেশ প্রদান করে।মামলার ঘটনাটি জানতে পেরে সন্ত্রাসী ছিনতাইকারী চক্রটি বৃহস্পতিবার বিকেলে আহত বাদী খন্দকার মাইনুল আজাদের বাড়ীতে হামলা চালাায়। এই ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।এই ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি সাধাণর ডায়েরী করা হয়েছে। বর্তমানে সন্ত্রাসী ছিনতাইকারীদের ভয়ে বাদী ও তার পরিবারের লোকজন আতংকিত রয়েছে বলে জানা গেছে। আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ড থাকলেও পুলিশ গ্রেফতার না করায় আসামীরা প্রকাশ্যে মোবাইলের ফেসবুক লাইভে এসে আদালতের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে আদালত অবমানমা করে প্রকাশ্যে শহরে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়