স্টাফ রিপোর্টার: নরসিংদী পৌরসভা নির্বাচনে স্থগিত ৪ কেন্দ্রের ফলাফলে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু বিজয়ী হয়েছেন। আজ রবিবার চার কেন্দ্রের পুনঃনির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের এসএম কাইয়ুমের কাছ থেকে ১ হাজার ২৮ ভোট বেশি পেয়ে এ বিজয়ী হন।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত নরসিংদী পৌরসভা নির্বাচনে ৩৬ কেন্দ্রের ফলাফলে আমজাদ হোসেন ১ হাজার ১৭৬ ভোটে এগিয়ে ছিলেন। এনিয়ে আমজাদ হোসেন বাচ্চু মোট ২ হাজার ২০৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ এ ফলাফল ঘোষণা করেন। নরসিংদী রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ জানান, নরসিংদী পৌরসভায় ৯টি সাধারন ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ২৭টি ভেন্যুতে মোট ৪০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে। নরসিংদী পৌরসভায় ভোটার সংখ্যা ৯৯ হাজার ৪৫৪টি।
মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু পেয়েছেন ২১ হাজার ৭৬৮ ভোট, ধানের শীষ প্রতীকের মো. হারুন অর রশীদ পেয়েছেন ৯ হাজার ৬৯৪ ভোট, হাতপাখা প্রতীকের মো. আসাদুল হক পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট ও স্বতন্ত্র মোবাইল প্রতীকের এসএম কাইয়ুম পেয়েছেন ১৯ হাজার ৫৬৪ ভোট।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়