মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে ট্রাকচাপায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।শনিবার সকালে ঢাকা-মনোহরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বুড্ডা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মামুন ও নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আছিয়া বেগম। আহতরা হলেন- আলামীন, আলেহা বেগম ও শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, মাটিবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ঢাকা-মনোহরদী মহাসড়কে পৌঁছালে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আছিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মনোহরদী থানার ওসি মোহাম্মদ আনিছুর রহমান বলেন, ট্রাকটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় চালককে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।অপরদিকে নরসিংদীর তরোয়াতে রেললাইন থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মার্চ) দুপুরে তরোয়া কাবুল শাহ মাজারের পশ্চিম পাশে^ রেললাইন থেকে ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। জানা যায় , ঢাকা থেকে ছেড়ে আসা কর্নফুলি ট্রেনটি ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে তরোয়া এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনটির নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে দ্রুত নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়িকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।রেলওয়ে পুলিশ বলছে, শহরের বাসাইল রেলক্রসিং এলাকা থেকে কিছুটা দূরে তরোয়াতে উদ্ধার হওয়া কাটা লাশটি রেলে কাটাপরেই নিহত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোঃ শাহ আলম জানান, নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি আমরা পরিচয় জানার চেষ্টা করছি।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়