নরসিংদী শহরে চালককে আহত করে অটো ছিনতাই

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী : নরসিংদী শহরে সকালে অটোচালক খোকন মিয়া (৩০)কে আহত করে অটো ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে(১৬ মার্চ)মঙ্গলবার সকালে শহরের সেবাসংঘের মোড়ে। আহত খোকন মিয়া কেন্দুয়া উপজেলার নদীয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে। বিলাসদী শামসু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।

আহত খোকন মিয়া ও পারিবারিক সূত্রে জানা গেছে, (১৬ মার্চ) মঙ্গলবার সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাওয়ার পথে ৩ জন যাত্রী বানিয়াছল বটতলা বাজার এলাকা থেকে যাত্রী বেশে অটোতে উঠে শহরের দিকে নিয়ে যায়। শহরের সেবাসংঘের মোড়ে পৌছালে ছিনতাই কারীরা অটো চালক খোনককে মারপিট করে আহত করে অটো ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় খোকন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।

এই ব্যাপারে খোকন মিয়া বাদী হয়ে ছিনতাই কারীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইয়ের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে নরসিংদী মডেল থানার এস আই অনুপের কাছে জানতে চাইলে তিনি বলেন অটো ছিনতাইয়ের একটি অভিযোগ পেয়েছি, ছিনতাই কারীদের গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত আছে।এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন: