মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদীর পলাশে সক্রিয় চোর চক্রের সাতজন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২২ মার্চ) সকালে, উপজেলার পন্ডিতপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নারীরা হলেন: ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরের জালাল মিয়ার স্ত্রী পারুল বেগম (৪০), একই এলাকার মোবারক হোসেনের স্ত্রী আউলিয়া বেগম (২৬), ফরহাদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম (২৬), শিশু মিয়ার স্ত্রী হাসিনা বেগম (২৮), হবিগঞ্জের মাধবপুরের সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), জমির উদ্দিনের স্ত্রী মিনারা বেগম (৩০) ও পটুয়াখালী সদরের ফোরকান সিকদারের স্ত্রী গোলাপী বেগম (৩০)।পুলিশ জানায়, গেপ্তারকৃতরা দীঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন হাটবাজারসহ বিভিন্ন জনসমাগম এলাকায় নারীদের মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ টাকা পয়সা চুরি করে নিয়ে যেতো।
সোমবার সকালে পন্ডিতপাড়া বাজারে এক নারীর গলা থেকে স্বর্ণের একটি চেইন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।পলাশ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
প্রকাশক: শফিকুল ইসলাম মতি
সম্পাদক: মো. হৃদয় খান
নিউজ সময়