নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ত্যাগী-নিবেদিতপ্রাণ ও গণমানুষের নেতা জহিরুল হক ভূইয়া মোহনকে ‘এবার এমপি হিসেবে দেখতে চাই’ এমনটাই অভিমত দলমত নির্বিশেষে শিবপুর উপজেলার সাধারণ মানুষ ও তৃণমূল আওয়ামীলীগের। সাবেক এমপি জহিরুল হক ভূইয়া মোহনকে ঘিরে জমে উঠেছে আওয়ামী লীগের তৃনমূল রাজনীতির মাঠ। এদিকে মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাংসদ জহিরুল হক ভূইয়া মোহনের সাথে গত নির্বাচনের স্বতন্ত্র এমপির তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মনোনয়ন দৌড়ে সাবেক এমপি মোহন অনেকটাই এগিয়ে আছেন এবং আবারো তাঁর ওপরই ভরসা রাখছে তৃণমূল আওয়ামী লীগ।
এদিকে বিশেষ বর্ধিতসভায় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তৃনমূলে যে বেশি জনপ্রিয় তাকেই মনোনয়ন দেয়া হবে। সেদিক থেকে নরসিংদী-৩ সংসদীয় আসনে ফের সাবেক এমপি মোহনকেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সাধারণ মানুষ ও তৃণমূলের দাবি আসনটি এবার ধরে রাখতে হলে ত্যাগী-নিবেদিতপ্রাণ, আস্থা-গতিশীল, আদর্শিক নেতৃত্ব ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজের প্রার্থী প্রয়োজন। আর এসব বিবেচনায় এখানে জহিরুল হক ভূইয়া মোহনের কোনো বিকল্প নেই।