মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী: নরসিংদীর বেলাবতে শ্রমিক রিটন হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯এপ্রিল) দুপুরে বেলাব বীর বাঘবের গ্রামে নিহতের বাড়ীতে এতিম তিন সন্তান নিয়ে বিধবা শাহানার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নিহত রিটন মিয়ার স্ত্রী শাহানা ও এতিন তিন কন্যা ইবা(১৬)দিপা(১৪)টুম্পা(৮) বলেন এলাকার প্রভাব শালী মান্নানের পুত্র কোটিপতি হান্নান(৪০)হানিফা(৩৫)মৃত আব্দুল আলিমের পুত্র মান্নানের মুরগের খামারে জি আই তারের বেড়াদিয়ে বিদুৎ সংযোগ দেয়, রাতে দিয়ে রাখে সকালে খুলে ফেলে। পূর্বে আমার স্বামীর সাথে মলিমালিন্যর কারনে গত বছর ১৯ জুন ২০১৯ ইং রাতে গোপনে বিদ্যুৎ সংযোগ দিয়ে খামারের বেড়া মেরামত করতে বাধ্য করে। যার ফলে খামারের মালিকের সামনেই আমার স্বামী রিটন মিয়া মারা যায়।আমি আজ বিধবা আমার তিনটি কন্যা সন্তান এতিম আমারা এখন খেয়ে না খেয়ে জীবন ধারন করছি।
আসামীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য ও আমাদের নিজ বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি প্রধান করে প্রকাশ্যে ঘোরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছেনা।
বাদী পক্ষে সিনিয়র আইন জীবী মমিনুল হক বলেন,এ ঘটনায় তিনজনকে আসামীকরে নিহতের স্ত্রী থানায় মামলা করতে ব্যর্থ হয়ে আদালতে মামলাটি দায়ের করলে বিচারক অনামিকা চৌধুরী গত (২২ মার্চ) এফ আই আরের আদেশ প্রধান করেন।
বিধবা আরো বলেন, মামলা দায়ের হলেও আসামীরা কোটিপতি হওয়ায় এখন পর্যন্ত পুলিশ মামলাটি রেকর্ড করেনি,অথবা কাউকে গ্রেফতার করেনি।হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানান তারা।
এই ব্যাপারে আসামীদের কাছে জানতে চাইলে তারা বলেন এই ঘটনার পর মিমাংশার জন্য ৫ লক্ষ টাকা দিতে চেয়েছিলাম তারা নেয়নি। আমরা এমনেতিই খালাশ পাব পুলিশ আমাদের গ্রেফতার করবেনা। এ বিষয়ে প্রশাসনের কেউ কথাবলতে রাজি হয়নি। এস বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।