মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদীর পলাশ উপজেলার বালুচর পাড়া গ্রামের গত (২০ এপ্রিল)মঙ্গলবার সন্ধায় একই মহল্লার ব্যাবসায়ী মো.রাসেলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভুগি ও এলাকাবাসী।বেলা ১টার দিকে স্থানীয়রা বালুচর পাড়ায় ভুক্তভুগীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

এ সময় প্রতিবাদকারীরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।হামলার স্বীকার মো.রাসেল মিয়া ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধার দিকে ওই গ্রামের মৃত লতিফ সর্দারের পুত্র জহির,রাশেদুল ইসলাম,পলাশ গড়পাড়া মহল্লার মহি উদ্দিনের পুত্র রুহুল হাসান,বালাচুর পাড়া মহল্লার মৃত মতলিব এর পুত্র বিল্লাল সহ ৪/৫ জন রাসেলের ওপর হামলা করে।

সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে।ভুক্তভোগী রাসেল,আ.আজিজ বলেন, বিবাদীদের চলাচলে রাস্তা ও রাস্তার সাথে জমি থাকার পরও তাদের জমিতে রাস্তা না করে জুরপূর্ব আমাদের জমির উপরদিয়ে রাস্তা নিতে চাইলে আমরা বাধা দেই। বিবাদীরা আমার জমির বেড়া কেটে পুকুরে ফেলে দেয়। বিবাদীরা রাস্তার জায়গা দখলকে কেন্দ্র করে জহির ও তাঁর লোকজন আমাদেরকে আহত করে।

এর পর জহির তার লাকরী ও পাকের ঘরে নিজেরাই আগুনদিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে। হামলার ঘটনার বিষয়ে জানতে চাইলে বিবাদী জহির ঘটনা বিষয় অস্বীকার করেন।তবে পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো.সাদিকুল বারি বলেন আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি একটি রান্নাঘরে আগুন লাগে আগুনে কিছু লাকরী পুরেছে, তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি, স্থানীয়রা আগুন নিবিয়ে ফেলে, তবে শট সার্কিটের থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।এ বিষয়ে জানার জন্য পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ মো.নাসির উদ্দিনকে অফিসে পাওয়া যায়নি।

এখানে কমেন্ট করুন: