মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদীতে লকডাউনে বিপাকে পড়া ১ হাজার রিক্সাচালক ও অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১২ মে) নরসিংদী পৌরসভার মানবিক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে প্রতিপেকেটে ১০ কেজি উন্নতমানের চাল, ১ কেজি পোলাউর চাল, সেমাই, দুধ, তেল, চিনি, সাবান,পিয়াজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী জজ কোর্টের সিনিয়র আইন জীবী এড জামান,নরসিংদী জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম(মতি),নরসিংদী পৌর সভার ১নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার পারভেজ,জেলা ছাত্র লীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু সহ নেতাকর্মীরা।
মানবিক মেয়র কামরুজ্জামান বলেন, বিগত সময়ের মতো এবারো মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নির্দেশে লকডাউনে বিপাকে পড়া অসহায় ও কর্মহীন ১ হাজার মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। ঈদ সামগ্রী হিসেবে তাদের মাঝে উন্নত চাল, পোলাউর চাল, সেমাই, তেল, দুধ, চিনি ও সাবান,পেয়াজ বিতরণ করেছি।গত বছত করোনার প্রথম ধাপেও আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে ছিলাম,প্রথম রোজা থেকেই অসহায় মানুষের মাঝে ইফতারী হিসেবে ভুনা খিচুরী ডিম সরবরাহ করা হয়েছে ।
এবারো করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমার নরসিংদী পৌরসভার অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।এ সময় সবাইকে করোনা মোকাবেলায় মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল।