মো. হৃদয় খান: নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৫০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার নরসিংদীর শাপলা চত্বর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, যুগ্ম সম্পাদক নাসির মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিতু, সঞ্জয় কৃষ্ণ গোস্বামী এলটন, মানসুর রহমান, ওবায়দুর রহমান এমরান, কামাল ভুইয়া, কাজী মেহেদী হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় নরসিংদী জেলায় ৫০ হাজার গাছের চারা রোপনের কর্মসূচি শুরু করা হয়েছে। ৫০ হাজার গাছের চারার মধ্যে ৫০ শতাংশ ফলজ এবং বাকী ৫০ শতাংশ বনজ, ঔষধি ও শোভাবর্ধণকারী গাছের চারা রয়েছে। চারা লাগানোই শেষ নয়, চারা যেনো নষ্ট না হয় সেদিকেও নজর রাখবে যুবলীগের নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।