মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী: নরসিংদীর রায়পুরা জংগী শিবপুর বাজারে ও শিবপুর উপজেলায় পুটিয়া বাজারে কঠোর বিধিনিষেধের মধ্যেও বসেছে জমজমাট পশুরহাট। রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে হাটে পশু বেচাকেনা শুরু হয়।বিভিন্ন উপজেলা থেকে হাজারো ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্য বিধি না মেনে গাদাগাদি করে পশু বেচাকেনায় অংশ নেয়ায় বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি।

বিধিনিষেধে হাটের বিষয়ে কোন নির্দেশনা না থাকায় হাট বসানো হয়েছে বলে জানিয়েছেন ইজারাদার।এদিকে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন।শনিবার শিবপুরের পুটিয়ায় পশুর হাট বসলেও তা পরে বন্ধ করে দেয় প্রশাসন।

এদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ। রবিবার এই বিধিনিষেধের চতুর্থ দিন। বিধিনিষেধ কার্যকরে মাঠে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের সদস্যরা।

এখানে কমেন্ট করুন: