নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে কলা বাগান কর্তন

মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে রাতের আঁধারে তিনশ কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে চন্দনবাড়ী ইউনিয়নের হেতেমদী গ্রামে এই ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার সকালে জমিতে গিয়ে ক্ষয়ক্ষতির বিষয়টি দেখতে পান জমির মালিক তারা মিয়া ও আব্দুর রাজ্জাক।অভিযোগে জানা যায়, একই এলাকার ছমুর উদ্দিন, মতি মিয়া, হারুন মিয়া, মিলন মিয়া, লাল মিয়া, জাহাঙ্গীর আলম, আশ্রাব আলী, মাহফুজ এবং মাজহারুল ইসলাম মুঞ্জুলদের সাথে ছয় একর ৬৮ শতাংশ জমি নিয়ে মামলা চলছে।

এর জের ধরে রাতের আঁধারে এই কান্ড ঘটিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক জানান,দুই ভাই মিলে তাদের ১৮ শতাংশ জোত জমিতে কলাগাছ রোপন করেছিলেন। এরমধ্যে তিনশত কলা গাছ ছিল। প্রায় ৭০-৮০ হাজার টাকা খরচ হয়েছে। অধিকাংশ গাছে কলা ধরেছে। মাসখানেকের ভিতরে এসব কলা বিক্রি যোগ্য হতো।

কিন্তু শক্ররা সব গাছ কেটে ফেলায় প্রায় তিনলাখ টাকার ক্ষতি হয়েছে।তারা মিয়া বলেন,শুক্রবার সকালে বাগানে এসে দেখি ফলসহ গাছগুলো মাটিতে পড়ে আছে। অন্ধকারে গাছগুলো কেটে ফেলেছে। গাছের সঙ্গে এ কেমন শক্রতা।মনোহরদী থানার ওসি তদন্ত আরিফুর রহমান জানান,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখানে কমেন্ট করুন: