নিউজ সময় রিপোট:নরসিংদীর পৌর শহরের আরশীনগর এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে পিকআপ ভ্যানে বিকট শব্দে সাউন্ডবক্স বাজিয়ে জনজীবন অতিষ্ঠ করায় দুই চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে শহরের আরশীনগর রেলক্রসিং এর সামনে থেকে দু’টি পিক-আপ ভ্যান আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই পিক-আপ ভ্যানের চালককে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর শহরের আরশীনগর রেলক্রসিং এলাকায় ৩৫ জন যুবক দু’টি পিক-আপ ভ্যান ভাড়া করে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে আরেকটি পলাশের ডাঙ্গা এলাকা থেকে নরসিংদীর পৌর শহরে বিভিন্ন মোড়ে মোড়ে বিকট শব্দে সাউন্ডবক্স বাজিয়ে, নেচে-গেয়ে জনজীবন অতিষ্ঠ করছিল।
বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ উদ্দিন রেজওয়ান বলেন, দু’টি পিক-আপ ভ্যানের দুই চালককে জরিমানা করা হয়েছে। তারা সবাই স্বাস্থ্যবিধি অমান্য করায় দুইটি মামলা ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাড়িতে সবাই অপ্রাপ্ত বয়স হওয়া ৩৫ জন কিশোরদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।