নরসিংদীর শিবপুর পৌর স্বেচ্ছোসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির ১৫ সদস্যের পদত্যাগ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব মো. আমিন ভূইয়া। প্রতিবাদে আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন তার পিতা ইসমাইল মাষ্টার একজন মুক্তিযোদ্ধা তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এ ছাড়াও তিনি ছাত্র দলের সহ সভাপতি ছিলেন,আর সদস্য সচিব আমিন ভূইয়ার পিতা ছিলেন একজন সেনাবাহিনির সদস্য ডিজি এফ আই এর সদস্য ছিলেন তারই সন্তান তিনি এ ছাড়াও তিনি একজন কারানির্যাতিত নেতা নরসিংদী জেলা বি এনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টারের সাথে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি।

দলের জন্য তাদের ত্যাগ ছিল বলেই পদ পেয়েছেন তারা, অন্য দল থেকে এসে পদ পাননি। তারা আরো বলেন বি এনপি একটি বড় দল সকলেই চাওয়া পাওয়ার আছে কিন্তু পদ একটি সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। তারা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে তারা বলেছে ১৫ জন সদস্য পদত্যাগ করেছেন সেটা সত্য নয় অনেককে পদত্যাগের কথা গোপন করে ভূল বুঝিয়ে বাড়ী থেকে স্বাক্ষর নেয়।আসলে তারা তিন চার জন ছাড়া অন্যকেউ তাদের সাথে নেই।

পদ না পেয়ে আমাদের ও দলের মান সম্মান ক্ষুন্য করার জন্য পদত্যাগের নাটক সাজিয়ে সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগে ছরিয়ে দিয়েছেন আমরা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রফিকুল ইসলাম                                                                                                                                                                                                                                                                            আমিন ভূইয়া
আহ্বায়ক                                                                                                                                                                                                                                                                                     সদস্য সচিব
শিবপুর পৌর সেচ্ছাসেবক দল                                                                                                                                                                                                                                              শিবপুর পৌর সেচ্ছাসেবক দল

এখানে কমেন্ট করুন: