Share on Facebook

মো. হৃদয় খান: নরসিংদীতে জেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে সরকারের উন্নয়ন দেশব্যাপী জনগণের কাছে পৌঁছে দিতে চতুর্থবারের মতো শুরু হয়েছে জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত উন্নয়ন মেলায় ছোট-বড় মিলিয়ে থাকছে ১০৫টি স্টল। আর ‘জব কর্ণার’ স্টলে সিভি জমার দেওয়ার সঙ্গে সঙ্গে থাকছে চাকরির সুযোগ। যে কেউ সিভি জমা দিলেই যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে মিলবে চাকরি।

বেকার সমস্যা দূরকরণে চাকরিপ্রার্থীদের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগে সাড়া জাগিয়েছে পুরো জেলায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলার জব কর্নার স্টলে ছিল চাকরিপ্রার্থীদের ভিড়। মেলা চলাকালীন তিন দিনই চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করবে বলে জানান স্টল পরিচালনাকারীরা। চাকরিপ্রার্থীদের কাজের সুযোগ করে দেওয়া হবে জেলার বিভিন্ন নামিদামি শিল্প প্রতিষ্ঠানে। আগামী শনিবার বিকেল পর্যন্ত এই সিভি সংগ্রহ করা হবে।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদীতে কাজ করার সুবাদে বেকার সন্তানদের চাকরির জন্য অনেক মায়ের আকুতি দেখেছি। তাদের ছেলেমেয়ে শিক্ষিত, কিন্তু চাকরি পাচ্ছে না। কোনো মায়ের শিক্ষিত সন্তান যাতে চাকরি ছাড়া না থাকে, সে লক্ষ্যে সরকারের বড় একটি সাফল্য উন্নয়ন মেলার মাধ্যমে বেকারদের চাকরির সুযোগ করে দেয়ার লক্ষ্যেই এই প্রচেষ্টা।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *