মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদী:নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) ও খুশু বেগম (৫৫)।পুলিশ ও স্থানীয়া জানান, সকালে ইউপি মেম্বার প্রার্থী রিপন মোল্লা ও আবু খায়েরের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়ালে নারীসহ ২০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।

এখানে কমেন্ট করুন: