মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদী:
মজিদ মোল্লা ফাউন্ডেশন ও নরসিংদী পৌরসভার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে ডিজিটাল কনফারেন্স রুম ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করা হয়েছে।বুধবার সকাল ১০ টায় নরসিংদী জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ কনফারেন্স রুম উদ্বোধন করেন।
এ উপলক্ষে ডিজিটাল কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম,নারী শিশু বিচারক বেগম মেহেরুন্নেসা,অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন,যুগ্ন জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফরহাদ মামুন,অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকী সহ বিচার বিভাগের সকল বিচারক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা ও দায়রা জজ বিচারকদের পক্ষ থেকে মজিদ মোল্লা ফাউন্ডেশের কর্ণদার শিল্প পতি আ.কাদির মোল্লা ও পৌর মেয়রকে আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে সভা সেমিনার করার জন্য উপযুক্ত পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে জেলা জজ আদালতে ভৌত অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকসময় চাহিদা মোতাবেক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হয় না।
ভবিষ্যতে মজিদ মোল্লাহ ফাউন্ডেশন তাঁদের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জেলা ও দায়রা জজ এ প্রত্যাশা ব্যক্ত করেন। বিকালে জেলা জজ আদালতের কর্ণারে বঙ্গবন্ধু মুরাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ সহ বিচারক বৃন্দ ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু,পেনেল মেয়র পারভেজ খন্দকার। এসময় সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করেন।