মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদীর শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(৩ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশে গলায় চাদর পেচানো অবস্থায় দুটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় জানালে ইটাখোলা হাইওয়ে পুলিশ এবং শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, এটা স্বাভাবিক দুর্ঘটনা না। হয়তো কেউ মেরে ফেলে গেছে তাদের। শিবপুর থানার পুলিশ কাজ করছে এটা নিয়ে।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, কে বা কারা তাদের মেরে ফেলে গেছে। তা জানা যায়নি। এখন পর্যন্ত মরদেহগুলোর কোনো পরিচয়ও মেলেনি। আমরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এখানে কমেন্ট করুন: