স্টাফ রিপোটার:নরসিংদীর শিবপুর চৈতন্যা গ্রামে প্রতিবেশীদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে।এছাড়া হামলার ঘটনায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২২ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।আহতদের নরসিংদী জেলা ও শিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তিকরা হয়েছে।সংঘর্ষের সময় আবুল হোসেনের বাড়িঘর ভাংচুর,গরু ছাগলসহ লুটপাটের ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- চৈতন্যা গ্রামের মৃত আয়েব আলীর পুত্র আবুল হোসেন,আবুল হোসেনের স্ত্রী ফরিদা বেগম,আবুল হোসেনের ছেলে তানবির,ছাব্বির ও আবুল হোসেনের কন্যা শিবা আক্তার। আহতরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেসী মৃত খয়রাত হোসেনের পুত্র সোলমান(৩৫),লোকমান(৩২),ফারুক মিয়া(২৪),সোহাগ(২৫),সোহেল(২২),জুয়েল(২১)মৃত মজিবুর রহমানের পুত্র নাছির উদ্দিন((৪০),বাছির উদ্দিন(৩৮),মতিবুরের পুত্র কাউছার((৩০),আসাদের পুত্র ছাদেক(৩৫),শরিফ(৩০) মোজাম্মেলের পুত্র মুকুল(৩২),মৃত হানিফার পুত্র শফিকুল ইসলাম(৩০) হাফিজ উল্লাহ(২৮),মৃত হাবিবুল্লার পুত্র আসাদ(৫৫),সহ ৭/৮ জনের সাথে দীর্ঘদিন যাবৎ বিরুধ চলছিল।

এরই জেরে গত মঙ্গলবার সকালে দেশী অস্ত্র সস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়ীতে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় আবুল হোসেনসহ তার পরিবারের পাঁচ সদস্য আহত হয়।পরে আহত অবস্থায় আবুল হোসেন,তানবির,শিবা আক্তারকে নরসিংদী জেলা হাসপাতালে ও ফরিদা বেগমকে শিবপুর থানা হাসপাতালে ভর্তি করে। ফরিদা বেগমের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরন করে।পরে আবুল হোসেনের অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করে।বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

একই এলাকার সোলমানসহ ২২/২৩ জন আবুল হোসেনের বাড়ীতে হামলা চালিয়ে ৫ জনকে আহত করে গরু, ছাগল,স্বর্ণালংকার,টাকা ও মুল্যবান আসবার পত্রসহ লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই বিষয়ে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি আর মোকাদ্দমা নং ৩১১/২২ দায়ের করা হয়েছে।

এখানে কমেন্ট করুন: