মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদীর মনোহরদী হাররদিয়া মোড়ে পূর্ব শক্রতার জের ধরে মো.ইলিয়াছ নামে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় সোমবার রাতে ঐ ব্যবসায়ীর পিতা মো.আবুল কাশেম মনোহরদী থানায় একটি অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে,মনোহরদী উপজেলার হাররদিয়া গ্রামের মো.আবুল কাশেমের ছেলে মো.ইলিয়াছের সাথে একই এলাকার রিপনের সাথে বিরোধ চলছিল।গত (২১ মার্চ)সোমবার ব্যবসায়ী ইলিয়াছ রাতে বাড়ী ফেরার পথে হাররদিয়া মোশারফ মিয়ার চায়ের দোকানের সামনে চলমান অবস্থায় পায় সন্ত্রাসীরা।

এসময় ওঁৎ পেতে থাকা ১০/১৫ জন ব্যবসায়ী ইলিয়াছকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে হাররদিয়া গ্রামের মৃত সিরাজের পুত্র রিপন(৩২),স্বপন(২৩),নুরুল ইসলামের পুত্র সুহাগ((৩৪),মানিক মিয়ার পুত্র মাসুদ মিয়া(৩৬),মৃত আ.আলীর পুত্র মিন্টু মিয়া(২৫),মৃত আ.খালেকের পুত্র শিমুল মিয়া(২১)সহ ৬/৭ জন দাড়ালো দা,চাইনিজ কুড়াল,চাপাতি দিয়ে কুপিয়ে আঘাত করে গুরুতর জখম করে।

এতে মার খেয়ে ইলিয়াছ মাটিতে পড়ে গেলে অন্যরা তাকে কিল-ঘুষি ও পা দিয়ে পাড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।পরে স্থানীয়দের সহায়তায় ইলিয়াছকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে ইলিয়াছ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি বন্ধ করে দেন। পরে তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখাপর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।এ বিষয়ে প্রশাসনের কেউ কথাবলতে রাজি হয়নি।

এখানে কমেন্ট করুন: