স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশলাদি বিনিময় করেছেন মমিন টেক্সটাইল ও ইয়ামিন টেক্সটাইল এন্ড সাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক এবং জেলা যুবলীগের সহ-সভাপতি, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক, এফবিসিসিআই এর সদস্য মো: মমিন মিয়া।
শুক্রবার বিকালে নরসিংদীর মাধবদী হেরিটেজ রিসোর্টে জেলা পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম বার, পিপিএম। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের আমন্ত্রণে উপস্থিত হয়ে ডিআইজি হাবিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও কুশলাদি বিনিময় করেন বিশিষ্ট শিল্পপতি মোঃ মমিন মিয়া।
ইফতার ও দোয়া মাহফিলে নরসিংদী জেলার বিজ্ঞ বিচারকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজের শিক্ষকবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বাস/মটর মালিক সমিতি নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশাজীবি, ইমাম ও ওলামায়ে কেরামগণ, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্য-সহ জেলার বিভিন্ন পুলিশ ইউনিটের (হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, শিল্প পুলিশ, টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, পিবিআই ও সিআইডি) পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।