স্টাফ রিপোটার: নরসিংদীতে সম্পাদক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৭ এপ্রিল) সকালে নরসিংদী সম্পাদক পরিষদ কার্যালয়ে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন।

সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক মিয়া, সহ সভাপতি শফিকুল ইসলাম মতি, কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান, দপ্তর সম্পাদক তৌকির আহমেদ, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ অন্যান্যরা।

সভায় নরসিংদী সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ মোস্তফা খান আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভায় নরসিংদী সম্পাদক পরিষদের নতুন অফিস ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রেক্ষিতে নরসিংদী প্রেস ক্লাব ভবনের ৪র্থ তলায় এক বছরের ভাড়ার চেক নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ এর নিকট প্রদান করা হয়। তারা বলেন দেশ নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করেছে গণমাধ্যম। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন ও রূপান্তর ঘটিয়েছে।এই রূপান্তরের সহযাত্রী দেশের গণমাধ্যমও।

স্বাধীনতাপূর্ব সময়ে পূর্বপাকিস্তানের গণমাধ্যম মুক্তির আকাক্ষাকে ভাষা ও শক্তি জুগিয়েছিল। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশেও নানা সংকট মোকাবিলা করে এগিয়ে যাওয়া গণমাধ্যমের অর্জনও কম নয়।তথ্যপ্রযুক্তির বৈশ্বিক প্রেক্ষাপট ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও স্বাধীন সাংবাদিকতার জন্য নতুন এক চ্যালেঞ্জ তৈরি করেছে। সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সকল গনমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তারা।

এখানে কমেন্ট করুন: