মো: শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:সরকারি নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ করে দেয়ার নিদের্শনার অংশ হিসেবে নরসিংদীতেও জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। ২৮ মে সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর উপজেলায় এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল বসাক ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. আবু কাউসার সুমন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় নিবন্ধন না থাকায় শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত অনিবন্ধিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। ক্লিনিকগুলো হচ্ছে বাসাইল এলাকার মো: ওবায়দুল কবির পরিচালিত নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক এন্ড ডায়াগনেস্টিক সেন্টার, সোলায়মান খন্দকার পরিচালিত নরসিংদী ডায়াগনেস্টিক সেন্টার, পৌর শহরের সিএন্ডবি রোডে নাজমুল মৃধা পরিচালিত মৃধা ডায়াগনেস্টিক সেন্টার, মো: ফখরুল ইসলাম পরিচালিত মেডিকো ডায়াগনেস্টিক সেন্টার ও সুজিত চন্দ্র দাস পরিচালিত প্রফুল্ল ডেন্টাল সেন্টার নামে ৫টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে।

স্বাস্থ্যসেবা নিতে আসা লোকজন ও সচেতনমহল জানান, নরসিংদীতে ব্যাঙ্গের ছাঁতার মতো গজিয়ে উঠেছে লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার। এসব ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে অপচিকিৎসার কারণে প্রায়ই মারা যাচ্ছে স্বাস্থ্যসেবা নিতে রোগীদের। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিতে আসলে এক শ্রেণীর দালালরা রোগী ও স্বজনদের ভ‚ল বুঝিয়ে সরকারি লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারে নিয়ে সুচিকিৎসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আজ ২৮ মে সকালে এমনই ভ‚ল চিকিৎসার কারণে শহরের বাসাইল এলাকায় মেরিস্টোপ ক্লিনিকে প্রসূতী মা ও নবজাতকের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক সনেট মো: নোমান জানান, আমরা দীর্ঘদিন যাবৎ জেলাবাসীকে সঠিক চিকিৎসা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অতিলোভী কিছু সংখ্যক লোক নিজেদের লাভবানের জন্য অবৈধভাবে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার খুলে জেলার মাসুষের সাথে প্রতারণা করে আসছে। আমরা মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধে জেলা প্রশাসনের সাথে একাত্ত¡তা ঘোষণা করছি। এখন থেকে কোন রোগীর কেউ প্রতারণা করার সুযোগ পাবে না।

 

নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন বলেন, জেলায় মোট ৪০টি অনিবন্ধিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যে ১৭টি সদর উপজেলায়। এছাড়াও জেলা ও উপজেলায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার এর মাধ্যমে কেউ রোগীদের সাথে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে বিধি-মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

 

নরসিংদী জেলা প্রশাসনের এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল বসাক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ করে দেয়ার নিদের্শনার অংশ হিসেবে নরসিংদীতেও জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত করা হয়েছে। নরসিংদী শহরে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৫টি ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার সীলগালা করে বন্ধ করা হয়েছে। এখন থেকে লাইসেন্স বিহীন ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত এই মোবাইল কোর্ট পরিচালিত হবে। কেউ অবৈধভাবে রোগীদের সাথে প্রতারণা করতে পারবেনা। যারা অন্যায়ভাবে প্রতারণা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এখানে কমেন্ট করুন: