মো: শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:
নরসিংদীতে রেলস্টেশনে তরুণী হেনস্থার ঘটনায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক‚-রুচিপূর্ণ পোশাক পরে রেলস্টেশনে অবস্থান করায় এক তরুণী হেনস্তার ঘটনায় মার্জিয়া আক্তার ওরফে শিলা আক্তার সায়মাকে গ্রেফতার ও রিমান্ড মঞ্জুরের তীব্র নিন্দাসহ মুক্তির দাবিতে নরসিংদীর সর্বস্তরের জনগণ নামক ব্যানারে এ মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী ও ঢাকার ছাত্র নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় অবিলম্বে শিলা আক্তার সায়মার মুক্তির দাবি করেন মানববন্ধনকারীরা। শিলা’র মুক্তির দাবী বাস্তবায়ন না হলে আরো কঠিন কর্মসূচী নেয়া হবে বলেও জানান তারা।

অপরদিকে, গ্রেফতারকৃত মার্জিয়াসহ তরুণী হেনস্তার ঘটনায় জড়িত অন্যান্যদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেন সমাজের প্রগতিশীল নারী নেতৃবৃন্দ। একই দিন সকাল ১০টায় নরসিংদী রেলস্টেশনের ম‚ল ফটকের সামনে এই মানববন্ধন করা হয়।

স্থানীয় নারী কল্যাণ সংস্থা ‘মাদারস্ ডেভেলপমেন্ট সোসাইটি’র সহযোগিতায় আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন ‘অ্যাকশন এইড বাংলাদেশ, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, নারী নিরাপত্তা জোট, উইক্যান ইন্টারন্যাশনালসহ বেশ কিছু নারী সংগঠনের নেতৃবৃন্দ। নরসিংদী রেলস্টেশনে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারীদের নিরাপত্তার দাবি নিশ্চিত করতে দ্রæত সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন মানববন্ধনে বক্তারা। একই সঙ্গে নারীদের পোশাক পরিধানে ইচ্ছার বিরোধিতা প্রগতিশীলতার পরিপন্থি দাবি করে নারী স্বাধীনতা হরণ হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এখানে কমেন্ট করুন: