মো: শফিকুল ইসলাম মতি, নিউজসময়:
গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার প্রতিবাদে সন্ত্রাসী মুন্নাসহ জড়িত সকলের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় গ্লোবাল টেলিভিশন অফিসের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ২১ জুন মঙ্গলবার সকাল ১১ টায় ডিসি রোডে নরসিংদী প্রেস ক্লাবের সামনে নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক নরসিংদীর সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহ হুমায়ুন কবির, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাজহারুল পারভেজ মন্ট্রি, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক মুক্তচিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: জয়নাল আবেদীন, নিউজ২৪’র জেলা প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো: হৃদয় খান, নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ, নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য ও সাপ্তাহিক মাটির পুতুল পত্রিকার প্রকাশক ও সম্পাদক আমজাদ হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: বশির মোল্লা, বঙ্গ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: রফিকুল ইসলাম রমজান, সাংবাদিক রেজাউল, কাউসার আহমেদ, বাদল, আফরোজা আক্তার মিনা, আকিকুল ইসলাম স্বপন, সাখাওয়াত প্রধান, আ: সাত্তার, আকিব, গোপাল চন্দ্র সাহা, আলতাফ হোসেন, কাজী খোকন প্রমুখ।
গ্লোবাল টেলিভিশনের নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: শফিকুল ইসলাম মতি’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী মুন্নাসহ তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এখানে কমেন্ট করুন: