স্টাফ রিপোটার: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার দুর্র্ধষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ভ‚মিদস্যু আতিক বাহিনী কর্তৃক ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরেজমিন তদন্ত করে করলেও আতিক বাহিনীর বিরুদ্ধে কালীগঞ্জ থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে জানিয়েছেন মানববন্ধনকারীরা। এসময় নুরুজ্জামান পালোয়ান, নূরুল ইসলাম, মনিরুল হক, আমিনুল ইসলাম, বিল্লাল ফকিরসহ আরো অনেকে মানববন্ধনে বক্তব্য রাখেন।
মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, দীর্ঘ ৩৬ বছর ধরে জমি ভোগদখলে রাখলেও উপজেলার খলাপাড়া এলাকার ভ‚মিদস্যু আতিক বাহিনী লোকজন নিয়ে হামলা চালায় ক্রয়সূত্রে জমির মালিক নূরুজ্জামান পালোয়ান গংদের উপর। উপজেলার মুক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মৌজার আরএস রেকর্ডীয় মালিক তমিজ উদ্দিন ও জমিলা খাতুনের দুই কন্যা খোদেজা বেগম এবং আয়েশা বেগম ছাড়া আর কোন অলি-ওয়ারিশ না থাকায় ১৯৮৬ সালে নূরুজ্জামান পালোয়ান গংদের নিকট ৩ একর ৫৭ শতাংশ ভ‚মি বিক্রয় করত: দখল বুঝিয়ে দেন তারা। এরপর থেকে ভোগ-দখলে থেকে ক্রয়কৃত সম্পত্তি ভোগ করে আসছে নূরুজ্জামান পালোয়ান গং।
২০১২ সালে উত্তরাধিকার সূত্রে পাওয়া একই সম্পত্তির দাতা খোদেজা বেগম ও আয়েশা বেগমের পুত্র আরমান এর কাছ থেকে একটি আমুক্তানামা দলিল তৈরি করে ভ‚মিদস্যু আতিক বাহিনী জমির মালিকানা দাবী করছে বলে জানান ভুক্তভোগীরা। এরপর থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে ভ‚মিদস্যু আতিক বাহিনী। দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় ৪ আগস্ট রাতে জমির প্রকৃত মালিক নূরুজ্জামান পালোয়ান গংদের জমিতে টানানো সাইনবোর্ড ভেঙ্গে দেয়।
তারা আরো জানান, ৫ আগস্ট বেলা ১১ টায় দেশীয় অস্ত্রে-স্বস্ত্রে সজ্জিত হয়ে মৃত বুলু ভ‚ইয়ার পুত্র সাদেকুল ইসলাম ভ‚ইয়া (৩২), মৃত কবির ভ‚ইয়ার পুত্র রোকনুজ্জামান রনি (৩৮), মৃত জনাব আলী ফকিরের পুত্র আকরাম ফকির (৩৭), হাবিবুর রহমান বাবুলের পুত্র আতিকুর রহমান (৩২), মনির হোসেন (২৫), সায়েম (২১), মৃত আব্দুল বারেকের পুত্র হাবিবুর রহমান (৫৫), মৃত আব্দুল হেকিমের পুত্র মোরশেদ (২৪) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ভ‚মিদস্যু স্থাপনা ভেঙ্গে দেয়। এতে জমির প্রকৃত মালিক নূরুজ্জামান পালোয়ান গংদের ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।
একইসঙ্গে জমিতে না আসার ধমকিসহ প্রাণনাশের হুমকি প্রদান করে ভ‚মিদস্যু আতিক বাহিনী। এ বিষয়ে গত ৬ আগস্ট কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এসআই মো: মিন্টু মিয়া সরেজমিনে এসে তদন্ত করলেও ভ‚মিদস্যু আতিক বাহিনীর বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নেয়নি কালীগঞ্জ থানা পুলিশ।
ফলে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।অপরদিকে, চাঁদা দাবীর বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা বলে জানান মো: আতিকুজ্জামান আতিক কাজী। অভিযোগের বিষয়ে জানতে কালীগঞ্জ থানা পুলিশের এসআই মিন্টু মিয়া (তদন্তকারী কর্মকর্তা) কে মুঠোফোনে বারবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।