স্টাফ রিপোটার:সদ্য ঘোষিত নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলার মোড় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব খায়রুল কবীর খোকনকে নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
পর মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা মোড় হয়ে বটতলা সামনে গিয়ে শেষ হয়। এসময় মানববন্ধনে অবস্থান নিয়ে বক্তব্য দেন নেতারা। তারা বলেন, ‘খায়রুল কবীর খোকন টাকা খেয়ে মাদক বিক্রেতা ও অছাত্রদের দিয়ে কেন্দ্র থেকে এ কমিটি এনে দিয়েছেন।’ যতদিন পর্যন্ত এ কমিটি বাতিল না হবে ততদিন পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না বলে প্রতিজ্ঞা করেছেন।
কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে তার ছাত্রত্ব নেই। তিনি বিবাহিত। পৌর নির্বাচনে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করেছেন। বিএনপির প্রার্থী হারুন অর রশিদ তার বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগও করেছেন। এ ছাড়াও তার বিরুদ্ধে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসা করার অভিযোগ রয়েছে।