নরসিংদী ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে ইংলিশ স্পোকেন এন্ড কম্পিটিশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে আননন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে Language Club - Narsingdi (Spoken English & IELTS Training Centre) এর নরসিংদী হেড অফিস,রায়পুরা শাখা,ভৈরব শাখা,শিবপুর শাখা,বেলাব - পুড়াদিয়া শাখা,পলাশ শাখা,মাধবদী শাখা এবং মনোহরদী শাখাঃ এই ৮টি শাখার প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন থেকে তিলাওয়াত,গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়ার পর,উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়৷ এরপরই "SSC Batch: 2022 এর "Spoken English with HSC Grammar & Phonetics" ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে "English Speaking Competition" অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ৮টি শাখার প্রায় ৩০ জন নির্বাচিত শিক্ষার্থী বিভিন্ন টপিকের উপর "ইংলিশ প্রেজেন্টেশন" - এ অংশ নেয়। পাশাপাশি Language Club এর প্রশিক্ষকবৃন্দ এবং সিনিয়র শিক্ষার্থীরা ইংরেজিতে প্রেজেন্টেশন করেন।
Language Club - Narsingdi এর চেয়ারম্যান-স্বনামধন্য লেখক ও শিক্ষকঃ এস.এম.নুরুল আমিন এর সভাপতিত্বে,সবুজ পাহাড় (অনার্স) কলেজ এর লেকচারার ও Language Club এর সি.ই.ও - নরসিংদী জেলার জনপ্রিয় "স্পোকেন ইংলিশ এন্ড আই ই এল টি এস ট্রেইনারঃ শাহেদ সরকার এবং শিবপুর ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও Language Club এর পরিচালকঃ মাজহারুল ইসলাম রানা'র সঞ্চালনায়ঃ
Grand Ceremony - তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জয়নগর (ডিগ্রি)কলেজ এর সহকারি অধ্যাপক ও কলেজ শিক্ষক পরিবার (কশিপ),নরসিংদী এর সম্মানিত সভাপতিঃ জনাব আব্দুল বাতেন মিয়া, প্রধান আলোচক হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন- নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপকঃ জনাব মেহেদী হাসান,উদ্বোধক হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন- নরসিংদী সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারারঃ জনাব সরকার মাজহারুল আলম।
Grand Ceremony - তে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- মনোহরদী সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও কলেজ শিক্ষক পরিবার (কশিপ),নরসিংদী এর সম্মানিত সাধারণ সম্পাদকঃ জনাব নজরুল ইসলাম খান, উপস্থিত ছিলেন- নরসিংদী আইডিয়াল কলেজের অধ্যক্ষঃ জনাব নজরুল ইসলাম,বক্তব্য রাখেন- নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের অধ্যক্ষঃ জনাব শাহ আলম,উৎসাহমূলক বক্তব্য রেখেছেন- মাধ্যমিক শিক্ষক পরিবার(মাশিপ),নরসিংদী এর সহ সভাপতি ও লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকঃ জনাব আফজাল হোসেন কাজল,বক্তব্য প্রদান করেন- নরসিংদী স্ট্যান্ডার্ড কলেজের পরিচালকঃ জনাব মমিনুল হক মমিন,উপস্থিত ছিলেন- নরসিংদী উদয়ন কলেজের পরিচালকঃ মোঃ আল - আমিন,প্রাণবন্ত বক্তব্য রাখেন- সেনাসদস্য ও স্টুডেন্টস' ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতাঃ জনাব শফিকুল ইসলাম কিশোর,রেইনবো একাডেমিক কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালকঃ জনাব মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে আরও ব্যক্তব্য রাখেনঃ ফ্রিল্যান্সার আইটি ইন্সটিটিউট এর সিইও এবং ল্যাংগুয়েজ ক্লাব,মাধবদী ব্রাঞ্চ এর পরিচালক- দেশসেরা ফ্রিল্যান্সারঃ মোঃ ইউসুফ আহমেদ, নান্দনিক বক্তব্য রাখেন- নরসিংদী জেলা প্রশাসন পরিচালিতঃ সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকঃ জনাব জসীম উদ্দিন সরকার,বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভিসা প্রসেসিং করার জন্য "ব্যাংক সলভেন্সি" বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেনঃ এনআরবিসি ব্যাংক - পলাশ শাখার ম্যানেজারঃ জনাব শামীম সরদার,উপস্থিত ছিলেনঃ এনআরবিসি ব্যাংক কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম ও কাকন ভূঁইয়া,উপস্থিত ছিলেন- ডি এন্ড ডি আইটি একাডেমির সিইও - জনপ্রিয় ফ্রিল্যান্সারঃ জনাব রিপন মৃধা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ,ল্যাংগুয়েজ ক্লাবের অনেক শুভাকাঙ্ক্ষী এবং নরসিংদী জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত অভিভাবকবৃন্দ অনুষ্ঠানটি সানন্দে উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে,জনাব আব্দুল বাতেন মিয়া বলেনঃ Language Club এর কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি এই প্রতিষ্ঠানের কার্যক্রম নরসিংদী জেলার পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষকে আহবান জানান।
উক্ত Grand Ceremony - তে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, Language Club এর শিক্ষার্থীদের "ইংলিশ স্পিকিং" - এ মুগ্ধ হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বক্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পূর্ণাঙ্গভাবে "ইংরেজি ভাষা" শেখার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা অর্জনের জন্য অনুপ্রাণিত করেন। বক্তারা আরও বলেন যে,ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ার কারণে,এই বিশ্বায়নের যুগে আধুনিক ক্যারিয়ার গঠনে বিশ্বব্যাপী এই ভাষার ব্যাপক চাহিদা ও গ্রহণযোগ্যতা রয়েছে। অতিথিবৃন্দ আরও উল্লেখ করেন যে,"Spoken English & IELTS" কোর্স সফলতার সাথে সম্পন্ন করলে,শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন,দেশ -বিদেশে উচ্চশিক্ষা এবং বিভিন্ন সরকারি - বেসরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হবে।
অতিথিবৃন্দ নরসিংদী জেলার শিক্ষার্থীদের জন্য "Spoken English & IELTS"প্রশিক্ষণের দারুণ এই আয়োজন করার জন্য,Language Club-Narsingdi - কে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে Language Club - এ অংশ নেয়ার আহবান জানান। অনুষ্ঠানের শেষাংশে "Spoken English Course" সম্পন্নকৃত প্রায় ৩০০ শিক্ষার্থী,অতিথিবৃন্দের হাত থেকে সার্টিফিকেইট গ্রহণ করেন এবং English Speaking Competition" এ বিজয়ী শিক্ষার্থীরা আকর্ষণীয় পুরষ্কার গ্রহণ করেন। অতঃপর Language Club - Narsingdi এর ৮টি ব্রাঞ্চ এর সকল শিক্ষার্থী ফটোসেশনে অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেনঃ পিনাকল চার্টাড স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন) এর সিনিয়র শিক্ষক- জনাব মাহমুদুল হাসান এবং বেসরকারি সংস্থা "পাপড়ি" এর সিনিয়র অফিসারঃ জনাব মোঃ নাজিম উদ্দিন।
সবশেষে Grand Ceremony - এর সভাপতিঃ এস.এম নুরুল আমিন,অনুষ্ঠানটিতে যোগদান করার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানটি সফল করার জন্য,Language Club এর ৮টি শাখার সম্মানিত পরিচালকবৃন্দ,প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকমন্ডলী,বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে,"Language Club - Narsingdi" এর ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।