নরসিংদীর শিবপুরের সাধারচর ইউনিয়নে দুই যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে ৯ নং ওয়ার্ড মেম্বার নাজমুল আলম খোকনের বিরুদ্ধে। আহতরা হলেন, দক্ষিন সাধারচর গ্রামের রেজাউল করিমের পুত্র সৈকত ও একই গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র আসিফ মিয়া।
গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে নরসিংদী নিয়ে আসলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার্ড করেন।
আহতদের স্বজনেরা জানায়, বৃহস্পতিবার (১৬ মার্চ) ৮ টার দিকে বাজারে দিকে গেলে সৈকত ও আসিফ দেখে সালিশ মিমাংসা না মানাকে কেন্দ্র করে ৯ নং ওয়ার্ড মেম্বার নাজমুল আলম খোকনের সাথে কয়েকজনের তর্ক বিতর্ক ও হাতাহাতি চলছে। এসময় সৈকত ও আসিফকে দেখে ওয়ার্ড মেম্বার নাজমুল আলম খোকন ও তার লোকজন দা ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সৈকত ও আসিফকে কুপাতে থাকে।
এ বিষয়ে সাধারচর ইউপি চেয়ারম্যান মোরশেদ আহমেদ বলেন, এ বিষয়টি আমি শুনেছি। বৃহস্পতিবার ২ পক্ষ নিয়ে বাজারে সালিশ মিমাংসা নিয়ে বসেছিলো। এসময় মেম্বারের রায় না মানলে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুনেছি ওই মেম্বার সহ দুই গ্রুপের লোকজনই আহত হয়েছে এবং ঢাকা মেডিকেলে ভর্তি আছে। সুষ্ট তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান তিনি।