মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী :
নরসিংদীতে শিবপুর উপজেলার সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের গোপন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠে। গতকাল শুক্রবার (২৪ মার্চ) রাতে ছড়িয়ে পড়া এই ফোনালাপকে কেন্দ্র করে আগাম নির্বাচন নিয়ে শিবপুরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।
এই সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজ ও বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভ‚ইয়া মোহনের ফোনালাপ সামাজিক যোগাযোগ ব্যবস্থায় ভাইরালের মধ্য দিয়ে উপজেলা আওয়ামীগীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান হারুন খানের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রসহ সম্প্রতি ঘটে যাওয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জড়িত বলে মনে করছেন স্থানীয়রা।
এছাড়া আগামী নির্বাচনে শিবপুরে “কে হচ্ছেন নৌকার মাঝি” এমন জল্পনা-কল্পনা নিয়েও সময় পার করছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষজন।
শিবপুর উপজেলার প্রথম সাংসদ ছিল আমার ভাই রবিউল খান কিরণ। তাকেও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
একইভাবে এই ফোনালাপের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে আমার বিরুদ্ধে করা ষড়যন্ত্রকারীদের মাস্টার প্ল্যান। সম্প্রতি গুলি করে হত্যা করার মাস্টার প্ল্যান এটাই হতে পারে বলে মনে করছেন আহত হারুন অর রশিদ খান। হত্যার উদ্যেশ্যে মাস্টার প্ল্যান অনুযায়ী আমাকেও গুলি করা হলেও আল্লাহ্র অশেষ মেহেরবাণীতে বেঁচে আছি এখনো।
ফোনালাপে সিরাজ মোল্লা বলেছেন, আমি নাকি ৫/৬ কোটি টাকা মুক্তিযোদ্ধাদের নিকট হতে হাতিয়ে নিয়েছি। যা আদৌ সত্য নয়। আমার একাউন্টে ২০/২৫ লাখের বেশী টাকা কোন সময় ছিলনা, এমনকি এখনো পর্যন্ত নেই। এই ফোনালাপে বলা কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে ফোন রিসিভ করেননি তারা।